স্পোর্টস ডেস্ক : ড্রাফটের আগ মুহূর্তে জমে উঠেছে খেলোয়াড় কেনা-বেচার হাঁট। সরাসরি চুক্তিতে মুন্সিয়ানা দেখাচ্ছে দলগুলো। যেখানে বড়সড় চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। এদিকে শিরোপা ধরে রাখতে মরিয়া ফরচুন বরিশাল ভারী করেছে ভাণ্ডার।
বিপিএলের বহুল কাঙ্খিত প্লেয়ার ড্রাফট আজ।
সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্রাফট শুরু। যেখানে নির্ধারণ হবে প্রায় ছয় শতাধিক ক্রিকেটারের ভাগ্য।
তবে এর মধ্যেই রিটেইন আর সরাসরি চুক্তিতে বেশ কিছু তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বরাবরের মতো যেখানে এগিয়ে ফরচুন বরিশাল। নতুন মালিকানাধীন চট্টগ্রাম কিংসও দিয়েছে বড় লাফ। চমক দেখানোর চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালসও।
এদিকে, এলেক্স হেলসকে যেন ঢাকার মুখ থেকে কেড়ে নিল রংপুর রাইডার্স। রাজধানীর দলটার সাথে বেশ আগে চুক্তি সারলেও হঠাৎ বিয়ের কথা বলে সেই চুক্তি থেকে সরে আসেন হেলস। তবে নাটকীয়ভাবে সেই তিনি নতুন চুক্তি করেছেন রংপুরের সাথে।
অন্যদিকে ইংলিশ তারকা ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এর আগে কাইল মায়ার্স ও মোহাম্মদ নাবিকেও দলে ভেড়ায় তারা। চট্টগ্রামে আছেন সাকিব আল হাসান, মইন আলি, এঞ্জেলা ম্যাথিউসরা।
ড্রাফটের দলগুলোর অবস্থান কেমন তা এক নজরে দেখা যাক...
ফরচুন বরিশাল
রিটেইন : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম,
ডিরেক্ট সাইনিং : তাওহীদ হৃদয়,
বিদেশী : কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ডেভিড মালান।
রংপুর রাইডার্স
রিটেইন : নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান,
ডিরেক্ট সাইনিং : মোহাম্মদ সাইফউদ্দিন,
বিদেশী : এলেক্স হেলস, খুশদিল শাহ।
খুলনা টাইগার্স
রিটেইন : নাসুম আহমেদ ও আফিফ হোসেন,
ডিরেক্ট সাইনিং : মেহেদী হাসান মিরাজ,
বিদেশী :
সিলেট স্ট্রাইকার্স
রিটেইন : তানজিম হাসান সাকিব ও জাকির হাসান,
ডিরেক্ট সাইনিং : জাকের আলী অনিক,
বিদেশী : জর্জে মুন্সি, পল স্টার্লিং।
ঢাকা ক্যাপিটালস
ডিরেক্ট সাইনিং : মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম,
বিদেশী : জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, থিসারা পেরেরা, শাহনেওয়াজ দাহানি।
দুর্বার রাজশাহী
ডিরেক্ট সাইনিং : এনামুল হক বিজয় ও জিসান আলম,
বিদেশী :
চট্টগ্রাম কিংস
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
বিদেশী সরাসরি চুক্তি : মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।