স্পোর্টস ডেস্ক : আমাদের বাংলাদেশে যে লেগ স্পিনাররা মূল্যায়িত হয় না, তার প্রমাণ আরও একবার দেখা গেলো। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেনের বিপিএলে দল পাওয়া নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো, তাতে বলাই যায়- বাংলাদেশের ক্রিকেট এখনও লেগ স্পিনারদের মূল্যায়ন করতে প্রস্তুত নয়।
এদিকে প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের নিয়ে যে ৬টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে, তাতে রিশাদকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিলো। যেটা সবাইকে চমকে দিয়েছিলেন; কিন্তু আজ সোমবার প্লেয়ার্স ড্রাফটের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ৬ কলেও কোন দল রিশাদকে দলে নেয়ার সাহস দেখাতে পারেননি।
অবশেষে সপ্তম কলে এসে দল পেলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার নতুন ঠিকানা ফরচুন বরিশাল। বলার অপেক্ষা রাখে না, যে বরিশালে আছেন পঞ্চপান্ডবের তিনজন তামিম, মুশফিক ও রিয়াদ এবং দুই ভিনদেশি ডেভিড মিলার ও ডেভিড মালান।