বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪২:৪৬

মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের সেই কিংবদন্তী ক্রিকেটার

মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের সেই কিংবদন্তী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: তিনি জাতীয় দলের জার্সি পরেছিলেন মাত্র একটি টেস্টে। অর্থ্যাৎ তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে একটি টেস্ট খেলেছেন। তবে এই একটি টেস্ট খেলেই তিনি বিরল একটি রেকর্ড গড়েছেন। সেই টেস্টে করেছেন সেঞ্চুরি। বলছি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার অ্যান্ডি গ্যানটিউমের কথা।

বিরল রেকর্ডধারি এই ক্রিকেটার বুধবার বার্ধক্যজনিত কারণে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা মারিয়াতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

অবাক করার মত ব্যাপার, গ্যানটিউমের ব্যাটিং গড় স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও বেশি। ব্র্যাডম্যান যখন ক্রিকেট ছাড়েন তখন তার গড় ছিল ৯৯.৯৪। অনেকেই জানেন না ওয়েস্ট ইন্ডিজের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের টেস্ট গড় ১১২.০০! যা কিনা বিরল রেকর্ড!

১৯৪৮ সালে ঘরের মাঠ পোর্ট অব স্পেনে জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলেছেন তিনি। অভিষেক টেস্টেই খেলেছিলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ওই  ম্যাচে প্রথম উইকেটে জর্জ ক্যারিউর সঙ্গে ১৭৩ রান যোগ করেছিলেন তিনি। কুইনস পার্ক ওভালের সেই ম্যাচটি ড্র হয়। পরের ম্যাচে তাকে বাদ দেওয়ার পেছনে নির্বাচকদের যুক্তি ছিল,গ্যানটিউম ধীর গতিতে ব্যাটিং করেন।

গ্যানটিউমকে বলা হয় ‘এক টেস্টের বিস্ময়’। সুযোগ পেয়েছিলেন নিয়মিত ওপেনার জেফ স্টলমেয়ারের চোটে। সেই টেস্টের প্রথম ইনিংসে ১১২ রান করেছিলেন গ্যান্টিউম।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে