স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে প্রতিবেশি দেশ ভারত। তবে এর আগে এশিয়া কাপের এবারের আসরের জন্য প্রাইজমানি নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসাবে পাবে প্রায় ৪৮ লক্ষ টাকা (৬০ হাজার ইউএস ডলার) এবং রানারআপ দল পাবে ২৪ লক্ষ টাকা (৩০ হাজার ইউএস ডলার)।
এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকা (সাড়ে ১২ হাজার ডলার)। আর ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী পাবেন ছয় লক্ষ টাকা (সাড়ে সাত হাজার ডলার)।
প্রতি ম্যাচের জয়ী দলের জন্যও থাকছে প্রাইজমানি। প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে আট লক্ষ টাকা (দশ হাজার ডলার)। লিগ পদ্ধতি পর্বের প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী পাবেন চার লক্ষ টাকা (পাঁচ হাজার ডলার)।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম