শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৯:৫৩

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের উপর হামলার আশঙ্কা!

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের উপর হামলার আশঙ্কা!

স্পোর্টস ডেস্ক : আগামী ৮ মার্চ থেকে ভারতে পর্দা উঠবে ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের আগে নিরাপত্তার নিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছে। নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে আসবে কি আসবে না পাকিস্তান, তা এখনও নিশ্চিত করেনি পাকিস্তান বোর্ড।

তবে নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার ও আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার লক্ষ্যবস্তু হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল ও আফগানিস্তান ক্রিকেট দল। এমনটাই আশঙ্কা।

বিশ্বকাপে সুপার টেনে খেলতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে কোয়ালাফাইং রাউন্ড। কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো মূলত হবে ধর্মশালা ও হিমাচল প্রদেশে। তবে কোয়ালিফাইং রাউন্ডের চৌকাঠ অতিক্রম করতে পারলে সুপার টেনের ম্যাচগুলো খেলতে কলকাতায় থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের এইসব ভেন্যু গুলো নাকিই আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সবরকমের দুর্ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে কলকাতা পুলিশ। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট দলের জন্য নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। উল্লেখিত ভেন্যু, টিম হোটেল সহ আশপাশের এলাকায় মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃঙ্কলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে আইসিসির দেয়া নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে