শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:৪৫

দু’সপ্তাহের সফরে ঢাকায় আসছেন ম্যারাডোনা

দু’সপ্তাহের সফরে ঢাকায় আসছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)। আসরটির লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। আর সেই অনুষ্ঠান উপস্থিত হওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। বাংলাদেশে ম্যারাডোনাকে আনছে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)।

২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এই প্রতিষ্ঠানটি।

এই টুর্নামেন্ট উপলক্ষে, ১৪ দিনের সফরে বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক। সংগঠকদের মতে, বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন এই লিগ।

১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে