শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১২:০৪:২১

আমি কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না: সাকিব

আমি কেয়ার করি না, আমাকে নিয়ে খেলবেন না: সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নাটকীয়তা ছিল বেশ কয়েক দিন ধরেই। সরকারের তরফে সবুজ সংকেত পেয়ে দেশের উদ্দেশে রওনা দেওয়ার মাঝপথেই তাকে থামতে হয়েছে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি আর আপাতত হচ্ছে না।

সাকিবকে টেস্ট দল থেকে প্রত্যাহারে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর স্মারকলিপিও দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও।

দেশে যখন সাকিবকে নিয়ে আলোচনা তুঙ্গে, একই সময়ে আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে।

মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা ভালোবাসতেও পারেন। আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’

ভিডিওটি গতকাল (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলেও পুরোনো ভিডিও বলেই জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সর্বশেষ আসরে খেলার কোনো এক সময় ভিডিওটির শুটিং করা হয়ে থাকতে পারে। সাকিবকে নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই ভিডিওটি প্রকাশ্যে আনল ফ্র্যাঞ্চাইজিটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে