শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ০৪:৩৩:২২

সাকিবের পরিবর্তে টাইগারদের দলে ডাক পেলেন যিনি

সাকিবের পরিবর্তে টাইগারদের দলে ডাক পেলেন যিনি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই দলের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে। হোম অব ক্রিকেট মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানার কথ ছিল সাকিব আল হাসানের। তবে তা হচ্ছে না, নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাঁর পরিবর্তে টাইগারদের দলে ডাক পেয়েছেন হাসান মুরাদ। 

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসান দেশে ফিরছেন, বুধবার (১৬ অক্টোবর) রাত পর্যন্ত এমন খবরই ছিলো গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে দলে রেখেই মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডও ঘোষণা করেছিলো বিসিবি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল সাকিবের। দুবাইতে লম্বা ট্রানজিট শেষে গতকাল ফ্লাইট ধরার কথা ছিলো টাইগার এই অলরাউন্ডারের। গতকাল রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা ছিল।

তবে ১৬ অক্টোবর রাত থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়। পরে গতকাল জানা যায়, সরকারের উচ্চ পর্যায় থেকেই সাকিবকে এখনই দেশে ফেরার বিমান না ধরার পরামর্শ দেয়া হয়েছে। পরে সাকিব নিজেই জানিয়েছেন, নিরাপত্তাঝুঁকির কারণেই দেশে ফেরা হচ্ছে না তাঁর। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে সাকিব বলেন, আপাতত দেশে ফেরা হচ্ছে না। পরবর্তী গন্তব্যের বিষয়েও নিশ্চিত নয়। তবে আপতত দুবাইতেই অবস্থান করছেন তিনি।

এদিকে মিরপুর টেস্টের জন্য সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে ঘরের মাঠে এই টেস্টে খেলা হচ্ছে না টাইগারদের সাবেক এই অধিনায়কের। ফলে তাঁর বদলে দলে হাসান মুরাদকে নেয়া হয়েছে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ডাক পেয়েছিলেন এই স্পিনার। তবে সেবার অভিষেক হয়নি তাঁর। এশিয়ান গেমসের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৩ বছর বয়সী এই স্পিনারের। 

২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি, নিয়েছেন ১৩৬ উইকেট। ১২ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

মুরাদকে দলে নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার যে অভিজ্ঞতা; ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।’

প্রধান নির্বাচক আরও বলেন, ‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে। ’

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে