স্পোর্টস ডেস্ক : টাইগার তারকা তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগে শহীদ আফ্রিদির দলকে সেমিফাইনালে তোলেন।
সেমিফাইনালে আজ (শুক্রবার) গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে মাঠে নামছেন শহীদ আফ্রিদি। আফ্রিদির দল পোশোয়ার জালমি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে আফ্রিদির জালমি। আফ্রিদি টাইগার তারকা তামিম ইকবালকে ভীষণ মিস করবেন।
দলের বিপদে অনেকবার হাল ধরেছেন তামিম ইকবাল। বার বার ছিনিয়ে নিয়েছেন ম্যাচ সেরার পদক। কোয়েটা কিংসের নবী-সাঙ্গাদের বিপক্ষে কঠিন লড়াইয়ে সামবেন আফ্রিদি।
কঠিন লড়াই হবে তা বোঝাই যায়। জালমি সবার উপর উপরে থাকলেও পয়েন্টে দুই দলই সমান (১২)। এমন দিনে দলের মারকুটে ক্রিকেটার তামিমকে মিস করবেন আফ্রিদি! বাংলাদেশ সময় রাত আটটার দিকে মাঠে গড়াবে এই ম্যাচ।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর