শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৬:২৫

অবসরে গিয়েও বিশ্বরেকর্ড করলেন শচীন টেন্ডুলকার

অবসরে গিয়েও বিশ্বরেকর্ড করলেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট তারকা শচীন বেশ আগেই অবসর নেন। কিন্তু থেমে থাকেননি তিনি। অবসরে গিয়েও করেছেন বিশ্বরেকর্ড।

সবার ধারনা শচীন ক্রিকেট থেকে থেকে অবসর নিয়েছেন আর আইসিসি অনেকটাই মুক্ত হয়ে গেছেন। তার ব্যাটিং দামাকাকে আর নথিভূক্ত করতে হবে না আইসিসির।

কিন্তু অবসরে গেলেও ব্যাট-বলকে মোটেই ভুলে যাননি তিনি। অবসরে যাওয়া তারকাদের নিয়ে মাস্টার্স চ্যাম্পিয়ন লিগের আয়োজন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

প্রকাশ করেছেন ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা। এই শচীন টেন্ডুলকার কলম হাতে করেছেন নতুন একটি রেকর্ড।

এ পর্যন্ত সমস্ত হার্ড কভার অ্যাডাল্ট বেস্ট সেলিং বইয়ের রেকর্ড ভেঙে দিল সচীন টেন্ডুলকারের লেখা আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’।

রিলিজের পর প্রথম দিনেই সারা ফেলে দিয়েছিল এই বই। শচীন জেকে রাউলিং থেকে স্টিভ জোবসসহ সকলকে পেছনে ফেলেছেন।

শচীনের বই সবচেয়ে বেশি বিক্রি হওয়ায় হার্ড কভার অ্যাডাল্ট বইয়ের রেকর্ড করে প্রবেশ করে ‘লিমকা বুক অব রেকর্ডস’-এ।  
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে