স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে আধিপত্য ছিল তাদের। একক প্রভাব দেখিয়েছেন তারা। দলের মূল আকর্ষণ ছিলেন। ক্রিকেটের উন্নতির জন্য নতুন করে দল সাজানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এই যায়গা থেকেই নেয়া হচ্ছে দীক্ষা। গত বছরে ক্রিকেট বড় বড় সাফল্য এসেছে বাংলাদেশের। এবারও এই লক্ষ্য টাইগারদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতটা সফল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ততটা ব্যর্থ। দেশের ফুটবলের দিকে দৃষ্টি দিলেই আসতো বাজে পারফর্মে থাকা দলীয় অধিনায়ক মামুনুলের কথা। ক্রিকেটের মত সফল হতে চায় বাফুফে।
এখন আর থাকছে না মামুনুলের রাজত্ব। এই মামুলসহ ৬ জনকে বাদ দেয়া হচ্ছে দল থেকে। বাজে ফর্মই নয় তাদের বিরুদ্ধে নানা অপরাধ খুঁজে পেয়েছে বাফুফে।
এদের মধ্যে ৫ জন হলেন, জাহিদ, মামুনুল, ইয়ামিন, সোহেল রানা, ইয়াসিন। বাফুফের তদন্ত কমিটির প্রধান ও বাফুফে সদস্য আজমল আহমেদ তপন সম্প্রতি এই তথ্য দিয়েছেন।
তারা জানিয়েছেন, দেশের ফুটবলের স্বার্থেই বড় পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, মামুনুল দীর্ঘদিন ধরে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এখন নতুন একজনকে খুঁজছে বাফুফে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর