স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি মানেই যেন নতুন কিছু। মাঠে নামলেই যেন তাকে ইশারা করে নতুন নতুন রেকর্ড। আর মেসিও যেন সেই রেকর্ডের ডাকে সারা দেন বারবার। তাইতো ক্যারিয়ারের গোধুলী লগ্নে এসেও করে যাচ্ছেন একের পর রেকর্ড।
মেসির বাঁ পায়ের স্পর্শ পেয়ে যেন পূর্ণতা পেয়েছে আমেরিকার মেজর লিগ সকার। আর্জেন্টাইন এই সুপারস্টার ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২০২৩ মৌসুমে। সেখানে যোগ দিয়েই গত বছরের আগস্টে প্রথমবারের মতো ক্লাবটিকে শিরোপা এনে দেন এলএমটেন।
মেসি যেখানেই যান, সেখানেই বনে যান সর্বোচ্চ গোলের মালিক। আর্জেন্টিনা কিংবা বার্সেলোনা, অথবা ইন্টার মায়ামি, সবখানেই সর্বোচ্চ গোলের মালিক লিওনেল মেসি।
রোববার (২০ অক্টোবর) মেসির হ্যাটট্রিকে মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই ফুটবল জাদুকর।
এক বছরের মধ্যে ইন্টার মায়ামির জার্সিতে মেসির গোলসংখ্যা এখন পর্যন্ত ৩৩টি, ক্লাবটির ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোল। এতদিন ৩২ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনার্দো কাম্পানা।
ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। তিনি গোল করেছেন ২৯টি, কিন্ত ফুটবলকে তিনি বিদায় জানিয়েছেন আরও আগেই। তালিকায় চতুর্থ স্থানে আছেন মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। তার গোলসংখ্যা এখন পর্যন্ত ২৪টি।
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছেনি এলএমটেন। আর্জেন্টিনার হয়ে ৫৫ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে মেসি পেছনে ফেলেছেন অনেক আগেই। আকাশী-সাদা জার্সিতে মেসির গোলসংখ্যা এখন পর্যন্ত ১১২টি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ৪১ গোল করা আগুয়েরো। চার নম্বরে থাকা হার্নান ক্রেসপোর গোলসংখ্যা ৩৫টি। জাতীয় দলের জার্সিতে দিয়েগো ম্যারাডোনা গোল করেছেন ৩২টি।
ক্লাব ইতিহাসে লিওনেল মেসি সবচেয়ে বেশি সময় পার করেছেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে তিনি এতো গোল করেছেন, যা একেবারে ধরাছোয়ার বাইরে। মেসির আগে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্প্যানিশ ফুটবলার সেজার রদ্রিগেজ। তার গোলসংখ্যা ছিল ২২৬টি। তবে তাকে ছাঁপিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।