শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২০:০৩

মুস্তাফিজ না থাকাতেই লাহোরের বিদায়!

মুস্তাফিজ না থাকাতেই লাহোরের বিদায়!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে গড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিয়েছে মাত্র ৫টি  দল। প্রথম রাউন্ডে প্রত্যেক দলই খেলার সুযোগ পেয়ে ৮টি করে ম্যাচ। আর নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে মাত্র ১টি দলকেই বিদায় নিতে হয়েছে।  গ্রুপ পর্ব থেকে বাদ পড়া একমাত্র দুর্ভাগা দলটি হচ্ছে লাহোর কালান্দার্স।

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলির নেতৃত্বে দলটিতে ছিলেন ব্যাটিং দানব ক্রিস গেইল, ডোয়াইন ব্র্যাভো, কেভন কুপার, উমর আকমল আবদুল রাজ্জাক, হাম্মাদ আজম, মোহাম্মদ রিজওয়ানরা ছিলেন।

এত শক্তিশালী খেলোয়াড়রা খেলা সত্ত্বেও কেন দলের এমন অবস্থা হলো তা খোঁজার চেষ্টা করেছেন লাহোর কালান্দার্সের কর্মকর্তারা।

দলের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে লাহোর কালান্দার্সের মালিক ফওয়াদ রানা জানান, ‘দলের সেরা দুই তারকা বোলারের (মুস্তাফিজ ও ইয়াসির শাহ্) অনুপস্থিতিই তাদের ভূগিয়েছে সবচেয়ে বেশি। তাদের অনুপস্থিতিই এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এই দুই বোলারের অভাবটা পরবর্তীতে কোনভাবেই পুষিয়ে নিতে পারেনি লাহোর।’

ফওয়াদ রানা বলেন, `এটা খুবই দুঃখজনক বিষয় যে, আমরা টুর্নামেন্টের প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে পারিনি। মুস্তাফিজুর রহমান এবং ইয়াসির শাহ না থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। আমি বিশ্বাস করি, দল এর চেয়েও ভালো করার সামর্থ্য রাখে।`

তবে সর্বশেষ মুস্তাফিজের পরিবর্তে ব্রেট লিকে নেয়ার কথা থাকলেও সেই সময় হাতে ছিল না বলেও জানান কালান্দার্সের এই কর্মকর্তা।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে