স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল খবর প্রকাশ করে ভারত। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলতে আসবে কি আসবে না এই বিষয়ে ১৬ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের জি নিউজ।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতির বক্তব্য অনুসারে ডাহা মিথ্যা ওই প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম ছিল, অনিশ্চয়তা কাটিয়ে কুড়ির বিশ্বকাপ খেলতে ভারতে আসছেন আফ্রিদিরা।
ওই পত্রিকার ভাষ্য ছিল, অনিশ্চয়তা কাটিয়ে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য দেশের সরকারের কাছে অনুমতি পেল পাকিস্তান।
এর আগে পিসিবি-র পক্ষ থেকে বল ঠেলে দেওয়া হয়েছিল পাক সরকারের কোর্টে। ক্রিকেটারদের ভারতে খেলতে যাওয়ার অনুমতি দিল পাক সরকার।
কিন্তু শাহরিয়ার খান ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পাকিস্তানের একটি দৈনিককে জানিয়েছেন, এখনো অনুমতি দেয়নি আমাদের সরকার।
ভারতে খেলতে না গেলে ঠিকই আইসিসির নিয়ম মতে জরিমানা গুনতে হবে। সব কিছু নিয়ে আমরা এখন ভীষণ চিন্তিত।
শাহরিয়ার জানান, সরকারের সাথে আমার কথা হয়েছে। এখনো ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে কোনো অনুমতি দেননি প্রধানমন্ত্রী।
আফ্রিদিদের নিয়ে ভারতীয় মিডিয়ার এ কেমন মিথ্যাচার! এই বিষয় নিয়ে বেশ ঝল্পনা হচ্ছে। ভারতীয় মিডিয়ার ওই খবরে বিভ্রান্ত হয়েছেন কোটি কোটি মানুষ।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর