শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৯:৩১

অলিম্পিক আয়োজনে আগ্রহী চারটি শহর

অলিম্পিক আয়োজনে আগ্রহী চারটি শহর

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিকের ৩৩তম আসর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৩৩তম আসর আয়োজনে আগ্রহী শহরগুলোর নাম জানিয়েছে।

শহরগুলো হলো ইতালির রাজধানী রোম, ফ্রান্সের রাজধানী প্যারিস, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস।

আট বছর বাদে গ্রীষ্মকালীন অলিম্পিকে আয়োজনে ইচ্ছে প্রকাশ করেছে বিশ্ব নন্দিত শহর গুলো।

বিশ্ব অলিম্পিকের নিয়ন্ত্রক সংস্থা (আইওসি) প্রতিযোগিতার স্বাগতিক শহর বেছে নেয়ার প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছে। এর আগে পুরো প্রক্রিয়াটি এক6 ধাপেই সারা হতো।

প্রসঙ্গত, চলতি বছরের অগাস্টে ব্রাজিলের রিও দে জেনেইরোতে বসতে যাচ্ছে অলিম্পিকের ৩১তম আসর। আর ২০২০ সালে অলিম্পিক হবে টোকিওতে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে