স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ না হতেই দেশে ফিরেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
দুবাই থেকে বৃহস্পতিবার রাতেই তারা দেশে ফেরেন। শনিবার থেকে এশিয়া কাপের ক্যাম্পে সাকিব-মুশফিক যোগ দিলেও থাকতে পারবেন না তামিম। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ব্যাংকক চলে যাবেন তিনি।
এশিয়া কাপে খেলতে না পারলেও বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার বিশ্বাস করেন, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে অন্তত এশিয়া কাপে অনেক ভালো কিছু করে দেখাবে বাংলাদেশ। এ ব্যাপারে তামিম বলেন, `আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজ খেলেছে তার চেয়েও এশিয়া কাপে অনেক বেশি ভালো করবে।`
তবে নিজেদের দিকেও দৃষ্টি রয়েছে তামিমের। এ কারণে তিনি সঙ্গে যোগ করেন, `তবে আমি এটা বলছি না যে, টি-টোয়েন্টিতে আমরা অনেক উপরে রয়েছি। আমি এটা বোঝাতে চাইছি যে, আমরা এই ফরম্যাটে ধীরে ধীরে উন্নতি করছি। সত্যি, এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত একটি সাফল্যের দিকেই তাকিয়ে আছি আমি।`
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর