স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগের শেষ দুটি ম্যাচে খেলা হচ্ছে না তামিম ইকবালের। ফিরে এসেছেন দেশে। পোশোয়ার জালমির সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল।
ফাইনালে ওঠার জন্য লড়াইয়ে নামবে শহীদ আফ্রিদির দল জালমি। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের সঙ্গী হতে পারছেন না তামিম ইকবাল।
এই নিয়ে আক্ষেপ তামিম ইকবালের। তিনি দলের সাফল্য কামনা করেছেন। এক বার্তায় তামিম লেখেন, পেশোয়ার জালমির সবাইকে অনেক ধন্যবাদ।
তামিম লিখেছেন, এটা ছিল দারুণ এক অভিজ্ঞতা এবং এখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। প্লে অফ ম্যাচের জন্য শুভ কামনা রইলো। আগামী বছর দেখা হবে।
তামিমকে শেষ দুটি ম্যাচে মাঠে দেখা যায়নি। আর কাঁধের সামান্য চোটের কারণেই গুরুত্বহীন শেষ দুটি ম্যাচে খেলতে নামেননি তিনি।
সন্তান সম্ভাবা স্ত্রীর কারণে সেমিফাইনালের মত আসরে খেলছেন না তিনি। তবে দল তার দল জালমি ফাইনালে যাক ও শিরোপা জিতুক এখন এই কামনা করছেন তিনি।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর