শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৩:৩১

পিএসএল নিয়ে মুশফিকের ক্ষোভ প্রকাশ

পিএসএল নিয়ে মুশফিকের ক্ষোভ প্রকাশ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের তিন তারকা সাকিব আল হাসান, ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মূলত এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার দেশে ফিরেন তারা।
করাচি কিংসের হয়ে পিএসএলে মাঠে নেমেছিলেন মুশফিক। গ্রুপ পর্বে ৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচ নামার সুযোগ হয়েছিল তার। এই তিন ম্যাচে তার মোট রান ২৪.৫০ গড়ে ৪৯। এর মধ্যে এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৩৩ রান। পরিসংখ্যান দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে, তিন মাচে মাত্র ৮৯ রান? তাদের জন্য বলতে হয়, মুশফিক এই তিন ম্যাচেও নিজেকে প্রমাণ করার কোন সুযোগ পাননি। কারণ, এই তিন ম্যাচের মধ্যে ২টিতেই তিনি মাঠে নেমেছেন ৭ নম্বরে। সুতরাং, পিএসএল মুশফিকের কাছে একটা দুঃস্বপ্নই হয়ে থাকলো। আর এ নিয়ে যারপরনাই ক্ষোভ তার মনে।

আরব আমিরাত থেকে দেশে ফেরার পর মনে কিঞ্চিত ক্ষোভ রেখে মুশফিক বলেন, ‘আমি জানি, আমার পারফরম্যান্স এর চেয়ে অনেক ভালো। কিন্তু পিএসএলে নিজেকে প্রমাণের মত পর্যাপ্ত কোন সুযোগই পাইনি আমি। আর সাত নম্বরে ব্যাট করাটা আমার জন্য কখনওই উপযুক্ত স্থান নয়। তবুও আমি চেষ্টা করেছি, স্কোরবোর্ডে রান যোগ করার জন্য।’

পিএসএলে কী অর্থের জন্যই গিয়েছিলেন মুশফিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে টাকা কোন বিষয় না। আমি সেখানে গিয়েছিলাম কিছু ম্যাচ খেলার ভালো সুযোগের আশায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সুযোগ আমি পাইনি।’

আয়োজনের দিক থেকেও পিএসএল নিয়ে সন্তুষ্ট নন দেশ সেরা এই উইকেট রক্ষক। জানালেন, `কিছু কিছু বিষয়ে এই টুর্নামেন্টটা কিছুটা সুসংঠিত। যদিও আমাদের অনুশীলনের সুযোগ ছিল না বললেই চলে। সবচেয়ে বড় কথা, সবদিক বিবেচনায় টুর্নামেন্ট হিসেবে পিএসএলের চেয়ে বিপিএল অনেক বেশি এগিয়ে রয়েছে।`
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে