শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৪:৪২

আফ্রিদি গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আমার সাথে পরামর্শ করে নিয়েছেন : তামিম ইকবাল

আফ্রিদি গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আমার সাথে পরামর্শ করে নিয়েছেন : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে খেলতে গিয়ে বাংলাদেশকে বিরল সন্মান এনে দিয়েছেন তামিম ইকবাল। দেশে ফিরে পাকিস্তান সুপার লিগের নানা খুঁটিনাটি জানিয়েছেন তামিম ইকবাল।

দলের অধিনায়ক আফ্রিদি তামিম ইকবালের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নিতেন। কোন দিন টস জিতে ব্যাটিং নেয়া হবে আর ফিল্ডিং নেয়া হবে এটাও তামিমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন আফ্রিদি।

দেশে ফিরে এসে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তামিম ইকবাল। তামিম বলেন, একবার আমি দেখলাম আফ্রিদি টস জিতেছেন।

আর আমি ব্যাট-প্যাডে সেজে মাঠে নেমে যাচ্ছিলাম। তখন সবাই অবাক হয়ে যান। আফ্রিদির সিদ্ধান্তের আগে আমি কি করে জানি যে, আমরা ব্যাট করব। সেটা জানতে চায় সবাই।

শেষ দুই ম্যাচে তামিমের না খেলার বিষয়ে তিনি বলেন, অন্য কোনো কারণ নয়। কাঁধের সামান্য ব্যথার কারণে খেলা হয়নি।

পরে স্ত্রীর কথা বিবেচনা করে শেষ দুই ম্যাচে না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিই। পিএসএলের অভিজ্ঞতায় বাংলাদেশকে মূল্যায়ন করেছেন তামিম ইকবাল।

তিনি বলেছেন, বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করছে। আমাদের ভবিষ্যৎ উজ্বল।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে