শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২৪:৩৮

মাশরাফিদের সাথে লড়াইয়ে মেতে উঠতে বাংলাদেশ সফরে আসছে ভারত

 মাশরাফিদের সাথে লড়াইয়ে মেতে উঠতে বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক : কঠিন লড়াইয়ের ঝনঝনানি বাজছে। আর কয়েক ঘণ্টা পরেই ঢাকার মাটিতে পা রাখছে ভারতীয় ক্রিকেট দল।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ভাষা আন্দোলনের দিন তথা ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় অবতরণ করবে ধোনি বাহিনী।

২৪ ফেব্রুয়ারি মিরপুরে ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে এশিয়াকাপের প্রথম লড়াই (ম্যাচ)। ঢাকার মাঠে নিজেদের জ্বালিয়ে নেয়ার জন্য বেশ কয়েকদিন আগে আসছে ভারত।

পাকিস্তান ও শ্রীলঙ্কাও বাংলাদেশে আসবে কয়েক দিনের মধ্যে। ভারতীয় দলের মূল চমক যুবরাজ সিং। দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। এবার দলের আইকন।

দেখে নিন এশিয়াকাপের জন্য ভারতীয় ক্রিকেট দল: মহেন্দ্র সিং ধেঅনি (অধিনায়ক, উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডে, রবিচন্দ্র অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিস নেহরা, সুরেষ রায়না, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, মোহাম্মদ শামি, পবন নেগি।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে