স্পোর্টস ডেস্ক : এশিয়াকাপের জন্য ঢাকায় আসে আফগানিস্তান ক্রিকেট দল। সাবেক গ্রেট ক্রিকেটার ইনজামামুল হক এই দলের কোচ।
ইনজামাম যেন শুধু ক্রিকেট গুরুই নন ধর্মীও গুরুও। কড়া তাপদাহকে সহ্য করে ইমজামামের নেতৃত্বে ঢাকার স্টেডিয়ামে আফগান ক্রিকেটারদের নিয়ে জুমার নামাজ আদায় করেন তিনি।
ফতুল্লা স্টেডিয়ামে নামাজ আদায় করেন ধর্মপরায়ণ আফগানিস্তানের ক্রিকেটাররা। ফতুল্লায় অনুশীলন করতে যায় এশিয়ার উদীয়নমান এই ক্রিকেট টিমের তারকারা।
অনুশীলনের ফাঁকে আল্লাহর নির্দেশিত ফরজ ইবাদতে মশগুল হয়ে পড়েন তারা। নামাজ শেষে মোনাজাত করেন ইমজামাম।
শনিবার বিকাল ৩টায় আরব আমিরাতের বিপক্ষে এশিয়াকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে ইনজামামের আফগানিস্তান।
ইনজামাম নিজের দল সম্পর্কে বলেন, আমরা দারুণ আশাবাদী আমাদের দল নিয়ে। লড়াইয়ের মাঠে কি হয় সেটা অবশ্যই দেখার বিষয়।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর