স্পোর্টস ডেস্ক: প্রতি সেকেন্ডে তার আয় ৬৩ লাখ টাকা। সে হিসেবে ১৫ সেকেন্ডে দাঁড়ায় সাড়ে নয় কোটি। আরে এই হিসেব তো বিল গেটসের জন্যও বিশাল কিছু। তবে বিশ্বাস করুন না নাই করুন ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি সেকেন্ডের দাম এমনই। ২০১৩ সালে সৌদি আরবের একটা টেলিকম কোম্পানির বিজ্ঞাপনচিত্রের জন্যই এই অবিশ্বাস্য অঙ্কের টাকা পেয়েছিলেন রোনালদো।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার রোনালদো। ক্লাবে খেলার পারিশ্রমিক তো আছেই, পাশাপাশি বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানের পণ্যদূত। তবে ২ কোটি ১০ লাখ ইউরোর বেতনটা কিন্তু আয় করতে রোনালদোকে খেলতে হয় পুরো মৌসুমে। সেখানে মাত্র ১৫ সেকেন্ডেই মিলিয়ন ইউরো আয় করে ফেলাটা তো বিশাল ব্যাপার।
অবশ্য বিজ্ঞাপনটিতে তাঁর উপস্থিতির দৈর্ঘ্য ১৫ সেকেন্ড হলেও এর পেছনে দিতে হয়েছে অনেক বেশি। তা ছাড়া চুক্তির শর্ত অনুযায়ী ক্যামেরার সামনে দাঁড়ানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে একটি সেশনও কাটাতে হয়েছে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর