স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ বড় সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কঠিন পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে পাকিস্তানি বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ থাকা স্পিনার সাঈদ আজমল।
আজমল অবৈধ বোলিং অ্যাকশন পুনরায় পরীক্ষা দিয়েছে। তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে গণ্য করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তিনি এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেট বোলিং করতে পারবে বলে জানান আইসিসি।
পাকিস্তানি এ বোলার ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়।আজমলের বিরুদ্ধে আম্পায়ারদের অভিযোগ ছিল বোলিং অ্যাকশনের সময় আইসিসি নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি তার কনুই বেঁকে যায়। পরে তাকে পরীক্ষার জন্য সুপারিশ করা হয়। অবশেষে তিনি আইসিসি সেই পরিক্ষায় উত্তীর্ণ হয়।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস