স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখে এশিয়ার কাপের প্রথম দিনের খেলায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের পরই টাইগারদের সমনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। অর্থাৎ ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা। আর ফাইনাল টুর্নামেন্টে খেলতে পারলে ৬ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। তাহলে ধর্মশালায় বিশ্বকাপের লড়াইয়ের আগে সময় পাবে মাত্র দুই দিন। সুতরাং ৫ মার্চ হংকংয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও মিস করবে তারা। তাই এতো অল্প সময়ে কন্ডিশনে মানিয়ে নেয়ার দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ।
আসন্ন টি২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দলের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ভারতের ধর্মশালার তাপমাত্রাত ১০ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে বিধায় সেই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে আমরা সময় খুব কম পাব। তাই আগে ব্যাট করে বিপদে পড়তে হতে পারে। মূলত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই হবে আমাদের জন্য চ্যালেঞ্জ।’
তবে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি বেশ আস্থা রয়েছে নান্নুর। বলেন, ‘আসন্ন এশিয়া কাপে আমরা সেরা সেরা দলের বিপক্ষে খেলেই তবে বিশ্বকাপে যাব। তাই ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতি নিয়ে চিন্তা নেই। তবে ধর্মশালার কন্ডিশনে মানিয়ে নেয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দলে অনেক সদস্য একশ’র বেশি ম্যাচ খেলা। তাদের দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা রয়েছে।’
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর