স্পোর্টস ডেস্ক : তারকারাজিরা উড়ে আসছেন লাল-সবুজের দেশে। এশিয়াকাপের লড়াইয়ে অংশ নিতে উড়ে আসছেন তারা।
এরই মধ্যে ঢাকায় এসেছে আফগানিস্তান ও আরব আমিরাতের ক্রিকেটাররা। পাকিস্তানের এক সময়ের নক্ষত্র ইনজামামুল হক এসেছেন নতুন পরিচয়ে।
পাকিস্তানের ক্রিকেটার হিসাবে এর আগে ঢাকায় এসেছেন তিনি। এবার আফগানিস্তান ক্রিকেট টিমের কোচ হয়ে বাংলাদেশের মাটিতে তিনি।
এশিয়াকাপে দুটি দেশকে ফেবারিট মনে করেন তিনি। ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলনের সময় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার দল আত্মবিশ্বাসী।
যে কোন দলকে হারিয়ে দিতে পারে আফগানিস্তানের ক্রিকেটাররা। পরে ফেবারিট হিসাবে তিনি ভারত ও বাংলাদেশের নাম টানেন।
ইনজামাম বলেন, বর্তমানে টি-টোয়েন্টিতে বিশ্বে এগিয়ে আছে ভারত। তবে এবারের আসরে বাংলাদেশের ঘরের মাঠ বলে কথা।
বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ হলে ঘরের মাঠের কারনে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে জানান এই সাবেক কিংবদন্তি ক্রিকেটার।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর