শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৭:১৮

রাতে মাঠে নামছে তামিমের দল

 রাতে মাঠে নামছে তামিমের দল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফার ম্যাচে বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পেশোয়ার জালমির মুখোমুখি হচ্ছে কুয়েটা গ্লাডিয়েটরস।

বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাইয়ে ম্যাচটি মাঠে গড়াবে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম রাউন্ডের খেলা শেষে গতকাল দেশে ফেরেন তামিম।  দেশে ফেরার আগে পেশোয়ারের হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলেননি। প্রথমটি কুঁচকিতে পাওয়া সামান্য চোটের কারণে। পরেরটি তার পরিবর্তে ব্র্যাড হজ খেলায়।

এক কথায় বলা যায় পাকিস্তানের এই আসরে দুর্দান্ত খেলেছে তামিম। ছয় ম্যাচে তিন ফিফটিসহ তার সংগ্রহ ২৬৭ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুইবার।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে