শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪০:৫৪

এশিয়া কাপ-টি২০বিশ্বকাপের আগে আফ্রিদিদের জন্য সুখবর

এশিয়া কাপ-টি২০বিশ্বকাপের আগে আফ্রিদিদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিতব্য হতে যাওয়া এশিয়া কাপ এরপর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই শাহীদ আফ্রিদিদের জন্য উড়ে এলো দারুণ একটা সুখবর। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস হয়তো পাকিস্তানের মেন্টর হিসেবে দেখা যাবে।

এশিয়া কাপ এবং টি- টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদিদের মেন্টর হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিরে হয়ে ১২১টি টেস্ট ও ১৮৭টি ওয়ানডে খেলা কিংবদন্তি এই ক্রিকেটার। ভারতীয় একটি শীর্ষ স্থায়ীয় পত্রিকা এমনটি জানিয়ে।

পাক সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে ভারতীয় এ পত্রিকার প্রতিবেদন করেছে, পিসিবি কর্তাদের সঙ্গে ভিভের সঙ্গে কথাবার্তা প্রায় শেষ। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। কিছুদিন আগে ভিভিয়ান রিচার্ডস পাকিস্তানের কোচ হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।এরপর থেকে পাক ক্রিকেট বোর্ডের কর্তারা ভিভকে পেতে ঝাঁপিয়ে পড়েন।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে