শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৫:৫২

ভারতের বিপক্ষে মাঠে ফিরছেন কাটার মুস্তাফিজ

ভারতের বিপক্ষে মাঠে ফিরছেন কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে।ইনজুরিতে পড়ায় ফিজিও ও চিকিৎসকের কথায় পরবর্তী ম্যাচে মাঠে নামা হয়নি তার। বিশ্বকাপ ও এশিয়াকাপকে সামনে রেখে বর্তমানে তিনি ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেই মুস্তাফিজ মাঠে নামছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদ ইসলাম।

মুস্তাফিজুরের ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপে ভারতের বিপক্ষে দেখা যাবে মুস্তাফিজকে।গত কয়েকদিন ধরেই সে নেটে বল করছে এবং দিনে দিনে উন্নতি করছে। স্লোয়ার বল করতে গিয়ে তার কিছুটা সমস্যা হয়। তবে আশা করি, এশিয়া কাপের আগে সে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।’

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে