স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে মাঠে গড়িয়েছে এশিয়াকাপের লড়াই। বাংলাদেশের ফতুল্লা স্টেডিয়ামে আরবে ঝড়ের মধ্যে নিয়েই শুরু হয় এশিয়া কাপের বাছাই পর্ব।
আফগানিস্তান ও আরব আমিরাতের মধ্যে শরু হয় মূল পর্বে খেলার লড়াই। ২০ ওভারের এই ম্যাচে আরব ঝড়ে কাঁপছে ফতুল্লা স্টেডিয়াম। পাল্টা জাবাব দিচ্ছে নবীরাও।
বিশাল টার্গেটের জবাবে লড়াই জমিয়েছে মোহাম্মদ নবীরা। শুরুতে টস জিতে ব্যাটিং নেয় আরব আমিরাত। ব্যাটিং নিয়ে দেখার মত তাণ্ডব সৃষ্টি করে আরব আমিরাত।
৮৩ রানে প্রথম উইকেট হারায় আরব আমিরাত। শক্তিশালী ভিত গড়ে দেন দুই আরব ওপেনার। মূল ওপেনার রাহান একাই করেন ৭৭ রান।
৪ উইকেটে নিজেদের ব্যাটিং শেষে আফগানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রানের। এই রানের টার্গেটে ব্যাটিং নেমে শুরুতেই বিপদে পড়ে শক্তিশালী আফগানিস্তান।
মাত্র নয় রানে বিদায় নেয় আফগানিস্তানের দুই ওপেনার ব্যাটসম্যান। আফগানিস্তানের দলীয় অধিনায়ক স্টেনেকজাই বিদায় নেন ৬ রান করে।
পরে দায়িত্ব পরে নবী ও করিম সাদিকের উপর। তারা প্রতিরোধ গড়ে তুলেছেন। ৯ ওভারের খেলা শেষে এরই মধ্যে ৮৩ রান করেছে আফগান টিম।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর