স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এজন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়ালিফায়ার ম্যাচ না খেলা হলো না করাচি কিংসের এই দুই তারকার। এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে নিজের আক্ষেপ ব্যক্ত করলেন বাংলাদেশে
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমবারের মতো অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আট ম্যাচের মাত্র তিনটিতে খেলার সুযোগ পেয়েছেন মুশফিক। আসরের প্রথম চার ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। পরের তিন ম্যাচে মূল একাদশে সুযোগ পেলেও বোলার মত কিছু করতে পারেননি। তিন ম্যাচে তার সংগ্রহ ৪৯ রান। সর্বোচ্চ ৩৩।
তবে নিজের প্রতিভা দেখানোর কোনো সুযোগই আসলে সেভাবে পাননি তিনি। তিন ম্যাচের দুটিতেই ব্যাটিং করতে সাত নম্বরে নামানো হয়েছে তাকে। মুশফিক বলেন, 'আমি জানি, আমি আরো ভালো করতে পারতাম। কিন্তু আপনারা নিশ্চয় বুঝবেন- আমি তেমন কোনো সুযোগই পাইনি। সাত নম্বরে নেমে ব্যাট করতে ব্যাট করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও স্কোর বোর্ডে কিছু রান যোগ করার আপ্রাণ চেষ্টা করে গেছি।' তিনি আরো বলেন, 'টাকাটা কোনো বিষয় না আমার কাছে। আমি সেখানে গিয়েছিলাম ভালো খেলার জন্য। কিন্তু কোনো সুযোগই দেয়া হলো না।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস