শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৮:২৫

এশিয়াকাপের শুরুতেই ধাক্কা খেলো আফগানিস্তান ক্রিকেট দল

এশিয়াকাপের শুরুতেই ধাক্কা খেলো আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের বাছাইপর্বের শুরুতেই ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের কাছে তাদের হার মানতে হলো। শুক্রবার  ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আফগানদের ১৬ রানে হারিয়ে চমক দেখাল আমিরাত।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৬ রান করে আমিরাত। জবাবে রোহান মোস্তফার অলরাউন্ড নৈপুণ্যে ১৯.৫ ওভাবে ১৬০ রানে গুটিয়ে যায় আফগানরা। মূলত রোহান মোস্তফার ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় আরব দলটি।

প্রথমে ব্যাট করা সংযুক্ত আরব আমিরাত দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন রোহান মোস্তফা। এছাড়াও মোহাম্মদ কালিম ও মোহাম্মদ শাহজাদ ২৫ করে রান দ্বিতীয় সর্বোচ্চ তুলেন।

আফগানিস্তানের পক্ষে আদিল রশিদ ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া আমির হামজা নেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নামা আফগানদের শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় ভাণ্ডারে ৩৭ রান যোগ হতেই নেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে একে একে বিদায় নেন মোহাম্মদ শাহজাদ (৬), উসমান গনি (৩) ও অধিনায়ক আসগর স্টানিকজাই (৬)।  তবে করিম সাদিক  দুর্দান্ত ডেলিভারিতে ৭২ রান করেন। এ ছাড়া মোহাম্মদ নবীর ২৩ ও নজীবুল্লাহ জাদরানের ২১ রানও আফগানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

আরব আমিরাতের পক্ষে রোহান মোস্তফা ১৯ রানে ৩টি উইকেট পান। এছাড়া ২টি করে উইকেট নেন রোহান মোস্তফা ও মোহাম্মদ নাভিদ।
১৯ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে