স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফিরেছেন তামিম, সাকিব ও মুশফিক। তবে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে নিজের হতাশাতা প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর চেয়ে অনেক ভালো ছিল।
এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম আট ম্যাচের মাত্র তিনটিতে খেলার সুযোগ পেয়েছেন। আসরের প্রথম চার ম্যাচে ছিলেন সাইড বেঞ্চে। পরের তিন ম্যাচে মূল একাদশে সুযোগ পেলেও বোলার মত কিছু করতে পারেননি। তিন ম্যাচে তার সংগ্রহ ৪৯ রান। সর্বোচ্চ ৩৩।
মুশফিক এ টুর্নামেন্টে তিন ম্যাচের দুটিতেই ব্যাটিং করতে সাত নাম্বারে নামানো হয়েছে তাকে। এ সম্পর্কে মুশফিক বলেন, আমি জানি, আমি আরো ভালো করতে পারতাম। কিন্তু আপনারা নিশ্চয় বুঝবেন- আমি তেমন কোনো সুযোগই পাইনি। সাত নাম্বারে নেমে ব্যাট করতে ব্যাট করতে আমি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবুও স্কোর বোর্ডে কিছু রান যোগ করার আপ্রাণ চেষ্টা করে গেছি।'
বাংলাদেশি এ মিস্টার ডিপেন্ডেবল আরো বলেন, টাকাটা কোনো বিষয় না আমার কাছে। আমি সেখানে গিয়েছিলাম ভালো খেলার জন্য। কিন্তু কোনো সুযোগই দেয়া হলো না। পিএসএল টুর্নামেন্ট সাজানো গোছানো হলেও যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না তাদের অনুশীলন করার কোনো ব্যবস্থাই ছিল না। আমি বলব, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পিএসএলের চেয়ে অনেক ভালো ছিল।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস