স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের পরিপূর্ণভাবে তৈরি করতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেই লক্ষ্যে আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামবেন মাশরাফি বাহিনী। এর আগে অবশ্য চট্টগ্রামে বেশ কিছু দিন প্রস্তুতি নিয়েছেন তারা।
এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের ৭ তারিখে চট্টগ্রামে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তারা। মাঝে ৩ দিনের ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। সেই ছুটি কাটিয়ে আগামীকাল শনিবার থেকে আবারো ঘাম জড়াতে অথ্যাৎ টি-২০ ক্রিকেটের মনোনিবেশ প্রস্তুতি ছাড়তে মাঠে নামবে টাইগাররা।
আগামী ২৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের মূল পর্ব। আসরের আয়োজক দেশ বাংলাদেশ। মূল পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক বাংলাদেশ। আসরে অংশ নিতে বোরবার বাংলাদেশে পৌঁছানোর কথা ভারতীয় ক্রিকেট দলের।
১৯ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস