শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৪:১২

নতুন স্পন্সর নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন মাশরাফিরা

নতুন স্পন্সর নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের পরিপূর্ণভাবে তৈরি করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই স্পন্সর রবিকে আউট করে ক্রিকেটে সর্বোচ্চ জনপ্রিয় ফর‌ম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন মাশরাফিরা। আসন্ন  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ’।

বাংলাদেশের মাটিতে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগার যুবাদের স্পন্সর ছিল ‘ফ্রেশ’। বাংলাদেশ দলের বর্তমান স্পন্সর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা দলের স্পন্সর হতে চেয়েছিল। কিন্তু রবিকে টপকে বিসিবির সঙ্গে ৮.২৫ কোটি টাকার চুক্তিতে দলের স্পন্সর পেয়েছে ‘ফ্রেশ’।

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের স্পন্সর হয়েছে ‘কিউট’।
১৯ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে