স্পোর্টস ডেস্ক: বিধ্বংসী ব্যাটসম্যান বলতে হবে। কারণ ম্যাচের শেষ চার বলে জিততে হলে করতে হবে ২২ রান। দলের সেরা ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিজে নামলেন একাদশতম ব্যাটসম্যান। স্কোরবোর্ড তখন বলছে জিততে হলে দরকার ৪ বলে ২২ রান। বুঝতেই পারছেন ব্যাপরটা অসাধ্যসাধন করা ছাড়া কিছুই নয়।
একাদশতম ব্যাটসম্যান মানে ব্যাট হাতে দলের সবচেয়ে দুর্বল ক্রিকেটার। সেই তিনিই শেষ চার বলে প্রথম ওভার বাউন্ডারি, তার পরের বলটা বাউন্ডারি। আর শেষ দুটো বলে জোড়া ওভার বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দিলেন। গোটা মাঠ তখন অবাক। ঘটনাটা ঘটেছে জিম্বাবুয়ের প্রথম ডিভিশন ক্রিকেট লিগে। বুলাওয়ে জাম্বোস দলের হয়ে এমনই অসাধ্যসাধন করলেন তাদের একদাশতম ব্যাটসম্যান পি. চিগুমবারা।
বুলাওয়ের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বুলডোজার দল করেছিল ২৯০ রান। জবাবে জাম্বোস দল একটা সময় ভাল শুরু করেও বিপদে পড়ে। শেষ অবধি অবশ্য অসাধ্যসাধরন করে জিতিয়ে দিলেন চিগুমম্বারা।-জিনিউজ
১৯ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস