স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির পাকিস্তানি ভক্ত উমর দ্রাজের জামিনের আবেদন খারিজ হয়ে গেল আদালতে। নিজের বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর খেসারত দিতে হয়েছে দ্রাজকে।
ভারতীয় ক্রিকেট দল সেই সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে গিয়েছিল। আর উমর দ্রাজ গোটা পাকিস্তানকে অবাক করে দিয়ে নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে দেন। দেশবিরোধী কার্যকলাপের জন্য দ্রাজের উপরে নেমে আসে শাস্তির খাঁড়া।
১০ বছরের কারাবাস হতে পারে দ্রাজের। এমন শাস্তিই তাঁর প্রাপ্য। পেশায় দর্জি উমরকে আদালতে পেশ করা হলে তাঁকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তার সেই আবেদন খারিজ করে দেয় পাকিস্তানি আদালত। তবে দ্রাজে আবারও আবেদন করবে আদালতে বলে জানিয়েছেন।
১৯ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস