স্পোর্টস ডেস্ক : স্বপ্নের এশিয়াকাপ খেলতে বাংলাদেশে উড়ে আসার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট। আসরের শুরুতেই টাইগারদের বিপক্ষে ম্যাচ রয়েছে ভারতের।
এ নিয়ে চিন্তায় ভারত। এশিয়া কাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন এক বড় তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাকি তিনি ঘোরতর অনিশ্চিত।
বাংলাদেশের কন্ডিশনে মোহাম্মদ সামিকে সেরা বোলার হিসাবে দলে নেয় ভারত। কিন্তু মূল অস্ত্রকে হারিয়ে এখন চিন্তায় ভারত।
বাংলাদেশে আসার জন্য শুক্রবার ভারতের মোহনবাগান মাঠে এনসিএ ফিজিও অ্যান্ড্রু লিপাসের কাছে ফিটনেস টেস্ট দেন সামি।
টেস্ট শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, বোর্ডের মেডিক্যাল টিমের চূড়ান্ত সিদ্ধান্ত, এশিয়া কাপ খেলতে পারবে না শামি। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট সারানোর জন্য ওকে বাড়তি সময় দেওয়া হচ্ছে।
সামির দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। খেলতে পারেননি আইপিএল। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি তার।
এবার আর একটি বড় ধাক্কা খেলেন তিনি। সামির পরিবর্তে ভুবেনেশ্বরকে দলে ডাক নিয়েছে ভারত।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর