স্পোর্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরে ভালোই চমক দেখিয়েছে বাংলাদেশ যুবারা। এই চমকের পেছনে মিরাজসহ বেশ কয়েকজনের ভূমিকা ছিল চোখে পড়ার মত। তাদেরই একজন ফেনীর কৃতি সন্তান মোহাম্মদ সাইফুদ্দীন। যুবাদের বিশ্বসেরা হাই-ভোল্টেজ আসরটিতে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা উইকেটশিকারি বোলার তিনি।
বিশ্বকাপ শেষে অন্য খেলোয়াড়দের মত ছুটিতে নিজ জেলা ফেনীতে অবসর নিচ্ছেন সাইফ।
ফেনীতে তার আগমনে সবার মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস আর আনন্দধারা। সবাই তাদের সোনার ছেলেকে নিয়ে মেতে উঠেছে। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাকে।
গতকাল (শুক্রবার) দুপুরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তার হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম।
সহকারী পুলিশ সুপার (সদর) শাহরিয়ার আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: আমিরুল আলম, ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সাংবাদিক শাহজালাল রতন ও সাইফের গর্বিত মা জোহরা বেগম প্রমুখ।
এদিকে বিকেলে তাকে নিজ গ্রাম সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে সংবর্ধনা প্রদান করা হয়। বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে আবাহনী ক্রীড়া চক্রের জেলা সভাপতি মজিবুল হক রিপনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
অনুষ্ঠানটিতে সাইফুদ্দিন বলেন, ‘আমাকে সকলে যে অনুপ্রেরণা ও ভালবাসা দিয়েছেন তা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন। শুধু ফেনী নয়, প্রিয় দেশ বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল করতে পারি। আমি অনেক দূর যেতে চাই।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর