শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৯:১৩

তামিম ইকবালের অভাবে কপাল পুড়ে ছাই হয়েছে আফ্রিদির জালমির

তামিম ইকবালের অভাবে কপাল পুড়ে ছাই হয়েছে আফ্রিদির জালমির

স্পোর্টস ডেস্ক : ছিলেন না টাইগার তারকা তামিম ইকবাল। তামিম ইকবালের অভাবেই কপাল পুড়ে ছাই হয়েছে আফ্রিদির পোশেয়ার জালমির!

তামিমের যায়গায় ব্যাট করতে নামেন পাকিস্তানের সাবেক পরীক্ষিত ওপেনার ব্যাটসম্যান কামরান আমল। কিন্তু কিছুই করতে পারেননি তিনি।

ব্যর্থ হয় হাফিজ ও কামরানের ঝুটি। এ দিন প্রতিপক্ষ ছিল কোয়েটা গ্লাডিয়েটরস। সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ লড়াইয়ে কোয়েটা মাত্র ১৩৩ রানের টার্গেট দেয় তামিমের দলকে।

কিন্তু এই লক্ষ্যও পূরণ করতে পারেনি তামিমের সতীর্থরা। এর আগে প্রতিটি ম্যাচে ওপেনিংয়ে নেমে দলের জয়ের ভিত গড়ে দিতেন তামিম ইকবাল।

তামিম নেই। কে করবে এই কাজ? আর তাতেই কপাল পুড়ল আফ্রিদির দলের। আফ্রিদি পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি দলের নেতাও।

তার নেতৃত্বে ভারতে উড়ে আসবে পাকিস্তান। কিন্তু সহজ টার্গেটের জবাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনিও। ৪ বলে ২ রান করে বিদায় নেন তিনি।

তামিমের পরিবর্তে দলে ডাক পাওয়া ব্রাড হজ এদিন শূণ্য রানে আউট হন। জালমির ওপেনিং জুটি সাজঘরে ফেরে মাত্র ৩১ রানে।

নয় উইকেট হারিয়ে শেষ পর্যন্ত খেলেও জালমির সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। আর তাতে এ হারে ফাইনালে যাওয়ার স্বপ্ন এখন নিভু নিভু জালমির। এই ম্যাচে জয় পেলে সরাসরি ফাইনালে যেত জালমি।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে