শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৯:১৫

টাইগার মুস্তাফিজের প্রশংসায় যা বললেন পাকিস্তানের কিংবদন্তী আকিব জাবেদ

টাইগার মুস্তাফিজের প্রশংসায় যা বললেন পাকিস্তানের কিংবদন্তী আকিব জাবেদ

স্পোর্টস ডেস্ক : বাংলার বাঘ মুস্তাফিজকে নিয়ে গবেষণা করেছেন ক্রিকেট বিশ্বের বড় বড় তারকা। মুস্তাফিজুর রহমান নিজেও হয়তো জানেন না যে তিনি কত বড় মাপের তারকা।

পাকিস্তানের কিংবদন্তী তুল্য ক্রিকেটার আকিব জাবেদ বেশ বিশ্লেষণ চালিয়েছেন বাংলার টাইগার মুস্তাফিজকে নিয়ে। আকিব জাবেদ মুস্তাফিজের ভূয়ষী প্রশংসা করেছেন।

এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেন তিনি। আরব আমিরাতের কোচ হয়ে বাংলাদেশে আসা জাবেদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি মুস্তাফিজ ও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

তিনি বলেছেন, ২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ বদলে গেছে। এই বিশ্বকাপের পর অভিষেক হয় মুস্তাফিজের। মুস্তাফিজের কারণে বাংলাদেশ দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে ধসিয়ে দিয়েছে।

বাংলাদেশ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বলে মনে করেন তিনি। মুস্তাফিজের পর আকিব জাবেদ ‘রুবেল ও তাসকিনের নাম টানেন।

তরুণদের সুবাধে হঠাৎ ঝলকানির মাধ্যমে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতে। বাংলাদেশের প্রসঙ্গেও যেন এমন কিছু বলতে চেয়েছেন তিনি।

আকিব জাবেদ বাংলাদেশের সাফল্য কামনা করেন। প্রসঙ্গত, আকিব জাবেদ বাংলাদেশে পা রেখে এরই মধ্যে চমক দেখিয়েছেন।

তার দল বিশ্বকাপের কোয়ালিফাইর ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছেন। বেশ ছন্দময়ী সূচনা করেছে জাদরানরা।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে