স্পোর্টস ডেস্ক: বাজে পারফরম্যান্সের কারণে ভারত দলের অধিনায়ক ধোনিকে নিয়ে সম্প্রতি গুজব উঠছে দ্রুতই অবসরে যাচ্ছেন তিনি। এমনকি ভারত ক্রিকেট দলের সাবেক বেশ কয়েকজন কিংবদন্তির মুখে শোনা গিয়েছিল ধোনির দিন ফুরিয়ে আসতেছে। সময় এখন বিরাট কোহলির।
তবে গণমাধ্যমকে ধোনির মুখে শোনা গেল উল্টো কথ। গণমাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়ে দেন অদূর ভবিষ্যতে অবসরে যাচ্ছেন না তিনি।
২০০৭-এ ও ২০১১ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন ধোনি। কিন্তু ২০১৪-র ডিসেম্বরে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে অবসর নেয়ার পর থেকেই বারবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর গ্রহণের জল্পনা শোনা গিয়েছে। কিন্তু অবসর নিয়ে এবার নিজের মত স্পষ্ট করে দিলেন মাহি। তিনি জানিয়েছেন, ‘অদূর ভবিষ্যতে অবসর নেয়ার কথা ভাবছেন না।’
প্রসঙ্গত, আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপে তার নেতৃত্বেই লড়বে ভারত।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর