স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ মিশন সামনে। এর আগে নাটকীয়তা। দলকে এক রকম বিপদের দিকে ঠেলে দিয়েই দেশে ফিরে আসতে হয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে।
কর্তৃপক্ষ এরই মধ্যে রবি বোপারাকে দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্রিকেটার রবি বোপারার নেতৃত্বে মাঠে নামবে করাচি কিংস।
মালিকের নেতৃত্বে মাত্র দুটি ম্যাচে জয় পেয়ে ভাগ্যবশত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে করাচি কিংস। ব্যাটিং ব্যর্থতাই মালিকের সরে যাওয়ার মূল কারণ।
মালিক নিজেই জানিয়েছেন এই বিষয়ে। তিনি অবশ্য ভিন্নভাবে বলতে চেয়েছেন। মালিক বলেছেন দলের নেতৃত্ব মাথায় থাকায় আমি ভালো ব্যাটিং করতে পারিনি।
এখন চেষ্টা করব ব্যক্তিগত ফর্মের দিকে দৃষ্টি দেয়ার। পিএসএলের আট ম্যাচে মালিক ২৬.১৬ গড়ে ১৫৭ রান করেছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের সেরা হার্টহিটারের মধ্যে মালিক অন্যতম। টি-টোয়েন্টি ফরমেটে তার জুড়ি নেই। কিন্তু এবারের আসরে ব্যাট হাতে বারবার পরাস্ত হয়েছেন তিনি।
মালিক এ জন্য দায়ী করেছেন আধিনায়কত্বের বোঝাকে। নিজের সেরা দিনে এই মালিক হয়তো নিজেকে খুঁজে পাবেন।
তবে চলতি আসরের বাকি ম্যাচে এটা করতে পারলে করাচি কিংসের মালিক পক্ষকে খুশি করতে পারবেন এই হিটার ব্যাটসম্যান।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর