স্পোর্টস ডেস্ক: স্বীকার করুন আর নাইবা করুণ মাশরাফির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে দারুণ চন্দে রয়েছে। গেল ওয়ানডে বিশ্বকাপ থেকে ক্রিকেট বিশ্বে নিজেদের যোগ্য দল হিসেবে চেনায় সোনার ছেলেরা। দলের প্রতিটি খেলোয়াড়ের মনযোগী খেলোয়াড়ি মনোভাবে প্রথমবারের মত সেমিফাইনালে থেকে ফিরে আসে বাংলাদেশ। এরপর যা হয়েছে সবই ইতিহাস।
দেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নাকানি-চুবানি খাইয়েছে মাশরাফি-সাকিবরা। তাই ক্রীড়া বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে সাকিব-তামিম ও তরুণ মুস্তাফিজ-সৌম্যদের নিয়ে গড়া বাংলাদেশ দলের স্কোয়াডটি ক্রিকেট ইতিহাসের সেরা স্কোয়াড। কারণ স্কোয়াডটি নিয়ে অধিনায়ক মাশরাফি দেশকে একের পর এক জয় উপহার দিচ্ছেন।
দলের প্রতিটি খেলোয়াড়ই দেশের জন্য লড়লেও অধিনায়ক মাশরাফি-সাকিব ও মুশফিককে এই প্রজন্মের সেরা তিন ক্রিকেটার হিসেবে চিহিৃত করেছেন জাতীয় দলের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস।
সম্প্রতি দেশের সেরা একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘মাশরাফি-সাকিব ও মুশফিক এই প্রজন্মের সেরা তিন ক্রিকেটার।’
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর