সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ০১:১৪:৩৮

মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে যা বললেন মায়ামির কোচ

মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনে যা বললেন মায়ামির কোচ

স্পোর্টস ডেস্ক :  টানা দুই হারে এমএলএসের প্লে অফ থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি। এরপরই যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে লিওনেল মেসির ইতি টানার গুঞ্জন উঠেছে। এ বিষয়ে কথাও বলেছেন, কোচ জেরার্দো টাটা মার্তিনো।

চলতি মৌসুমটা দুর্দান্তই কাটছিল মায়ামির। সমর্থকরাও স্বপ্ন দেখছিলেন প্রথমবার মেজর লিগ সকারে (এমএলএস) চ্যাম্পিয়ন হওয়ার। আসরের শুরু থেকে মেসি, লুইস সুয়ারেজদের দলের কাছে পাত্তাই পাচ্ছিল না কোনো দল। ৩৪ ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থেকে এমএলএসের প্রথম ধাপ শেষ করেছিল মায়ামি।

এরপর প্লে অফ রাউন্ডও শুরু করেছিল জয় দিয়ে। ২-১ ব্যবধানে তারা হারিয়েছিল আটলান্টা ইউনাইটেডকে। কিন্তু একই প্রতিপক্ষের বিপক্ষে পরের দুই ম্যাচ হেরে এমএলএসের চলতি মৌসুমই শেষ হয়ে যায় মেসিদের। আগামী বছরের আগে আপাতত মায়ামির কোনো ম্যাচ নেই। ফলে ক্লাবের হয়ে চলতি বছর আর মাঠেও নামা হবে না মেসির। এর মধ্যে গুঞ্জন উঠেছে, মায়ামি ছেড়ে যেতে পারেন আর্জেন্টাইন তারকা। যদিও ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
 
মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে মায়ামির কোচ টাটা মার্তিনো বলেন, ‘সত্যি বলতে, কত দিন মেসি এই লিগে খেলবে সেটা জানি না। সময় বয়ে যায় ঠিকই। তবে এত কম সময়ে মেসি এই ক্লাবে থাকবে এটা বিশ্বাস হচ্ছে না।’
 
এমএলএস কাপের দৌড় থেকে ছিটকে গেলেও গত আসরের তুলনায় মেসি-সুয়ারেজদের অধীনে মায়ামি যে উন্নতি করেছে সেটাও মনে করিয়ে দিলেন মার্তিনো। গত মৌসুমে ইস্টার্ন কনফারেন্সের ১৫ দলের মধ্যে ১৪তম থেকে প্রথম ধাপ শেষ করেছিল দলটি। ফলে মেসি মাঝপথে ক্লাব ছেড়ে দেবেন এটা বিশ্বাসযোগ্য নয় কোচের কাছে। পরের মৌসুমেও চেষ্টা চালিয়ে যাবে ক্লাব।
 
মার্তিনো বলেন, ‘হেরে গিয়ে আমরা প্রত্যেকে হতাশ। তবে গত বারের থেকে এ বার ক্লাব অনেক ভালো জায়গায় রয়েছে। সেটা মাথায় রাখা দরকার। আগামী বছরও চেষ্টা চালিয়ে না যাওয়ার কোনো কারণ দেখছি না।’
 
ক্লাব শিরোপার দৌড় থেকে ছিটকে গেলেও চলতি মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ৩৭ পেরোনো মেসি। ২৪ ম্যাচ খেলে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
 
আপাতত মেসির নজর জাতীয় দলের দিকে। আগামী ১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ২০ নভেম্বর পেরুর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে