স্পোর্টস ডেস্ক: এসএ গেমসে দু’টি স্বর্ণ জয় করে বিশ্ব দরাবরে বাংলাদেশেকে নিয়ে গিয়েছিলেন অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। স্বর্ণ জয় করে দেশে ফেরার পর পুরো দেশ তাকে সাধুবাদ জানাচ্ছে।এমনকি নিজ শহর যশোরে ফিরে পাবেন সংবর্ধনা। তাকে সংবর্ধণা দেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অথচ স্বর্ণকন্যা নিজ শহরের সুইমিংপুলেই নিষিদ্ধ ১৩ বছরের জন্য।
২০০৩ সালের জাতীয় সাঁতারে জেলার পক্ষে না খেলায় শিলা, ববিতা, নাজমা, সাবিনা, লিপি, তানজিলা, এনামুল, শাকিল ও নজরুলকে ক্রীড়া সংস্থা নিষিদ্ধ করেছিল। এখনো বহিষ্কারাদেশ ঝুলছে তাদের মাথায়।
যশোর ক্রীড়া সংস্থার তৎকালীন সাঁতার উপকমিটির সম্পাদক নজরুল ইসলাম নিষিদ্ধদের মধ্যে শিলা ছিল না দাবি করলেও এসএ গেমসে দলের ম্যানেজার আবদুল মান্নানের দাবি, ওই নিষেদাজ্ঞাদেশে ছিল শিলার নামও। নয় সাঁতারুকে আত্মপক্ষ সমর্থনে রেজিস্ট্রি চিঠিও পাঠানো হয়েছিল। যশোর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির এক সদস্য নিশ্চিত করেন, নজরুল-মান্নানের দ্বন্দ্বে এমন কিছু হতে পারে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর