স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলাটা হচ্ছে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। ব্যাট হাতে, বল হাতে, ছক্কা হাঁকিয়ে। এভাবেই ক্রিকেটে নিত্য নতুন রেকর্ড হয়ে আসে। ভাঙা গড়ার ন্যায় রেকর্ড আসে রেকর্ড ভেঙ্গে দেন অন্য একজন।রেকর্ডের পর রেকর্ড হয়েই চলেছে ক্রিকেটের মাঠে।
শনিবার টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি নিরবে বিদায় নিতে পারেন না। নিলেনও না। তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। জীবনের শেষ টেস্টে ম্যাচটি তাই স্মরণীয় করে রাখলেন এই মারকুটে ব্যাটসম্যান। তার মধ্যে এ তালিকায় আর যারা রয়েছেন ক্রিকেটবিশ্বের গ্রেট গ্রেট তারকাররা। আসুন এক নজরে দেখে নিন, এমন তারকা ক্রিকেটারদের।
১. ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ): ১৯৮৬ থেকে ২০১৩ পর্যন্ত এই রেকর্ড এককভাবে ছিল রিচার্ডসের দখলেই। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগায় মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এতদিনে ম্যাকালাম ভাঙলেন সেই রেকর্ড।
২. মিসবাহ-উল-হক (পাকিস্তান): দ্বিতীয় স্থানে রিচার্ডসের সঙ্গে রয়েছেন মিসবা। বেশিদিন আগের ঘটনা নয়। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
৩.অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া): ঘরের মাঠে দ্রুততম সেঞ্চুরিটি সেরে ফেলেছিলেন গিলক্রিস্ট। ২০০৭ সালে পার্থে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।
৪. জন গ্রেগরি (অস্ট্রেলিয়া): ১৯২১ সালে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ওই সময় করেছিলেন গ্রেগরি। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৭ রানে সেঞ্চুরি করেছিলেন তিনি। গ্রেগরির ছবি পাওয়া যায়নি।
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): সালটা ২০১২। ভেন্যু পার্থ। প্রতিপক্ষ ভারত। ৬৯ বলে সেঞ্চুরি করে ওয়ার্নার ছুয়ে ফেলেছিলেন চন্দ্রপলকে।
৬. শিবনারায়ন চন্দ্রপল (ওয়েস্ট ইন্ডিজ): ২০০২ সালে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
৭. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ২০০৯ পার্থ। ক্রিস গেইলের ব্যাট যখন চলে তখন সামনের বোলাররা রীতিমতো ভয়ে গুটিয়ে থাকেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ বলে যখন সেঞ্চুরি করেছিলেন তখন রেকর্ডের খাতায় নাম উঠে গিয়েছিল তাঁর।
৮. রয় ফ্রেডরিক (ওয়েস্ট ইন্ডিজ): ১৯৭৫ সালে দ্রুততম টেস্ট সেঞ্চুরির তালিকায় নাম লিখে ফেলেছিলেন রয়।পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭১ বলে সেঞ্চুরি করেছিলেন রয়।
9. মজিদ খান (পাকিস্তান): কপিল দেব তাঁর দ্রুততম সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছিলেন ১০ বছর পর। সালটা ১৯৭৬। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
১০. কপিল দেব (ভারত): সালটা ১৯৮৬।আজহারের তাঁকে ছুঁয়ে ফেলার ১০ বছর আগের কথা। কানপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৪ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
১১.মহম্মদ আজহারউদ্দিন (ভারত): রেকর্ড করার জন্য আজহার বেছে নিয়েছিলেন ইডেন উদ্যানকেই। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
১২. এবি ডিভিলিয়ারস (দক্ষিণ আফ্রিকা): দ্রুততম সেঞ্চুরির তালিকায় ১৩তম স্থানে রয়েছেন তিনি। ২০১০ সালে ভারতের বিরুদ্ধে ৭৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।