শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫২:০৪

বিশ্ব রেকর্ডের কথা জানতেনই না ম্যাককালাম

বিশ্ব রেকর্ডের কথা জানতেনই না ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক : নিজের আরেকবার বিধ্বংসী রুপ দেখালেন ব্র্যান্ডন ম্যাককালাম। ভিভ রিচার্ডস ও মিসবাহ-উল-হকদের পেছনে ফেলে বিদায়ী টেস্ট মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে গড়লেন বিশ্বরেকর্ড। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে নিউজিল্যান্ড থলেতে যোগ হয়েছে ৩৭০ রান।

তবে মজার ব্যাপার হলো এই রেকর্ডের কথা নাকি জানতেনইনা ম্যাককলাম। জস হাজলেউডকে এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি মেরে যখন তিনি এই রেকর্ড গড়লেন তখন সারাবিশ্বই তা দেখেছে। এমনকি গ্যালানি জুড়ে দর্শকদের করতালিতে প্রকম্পিত হচ্ছিল স্টেডিয়াম।

কিন্তু রেকর্ডের কথা ম্যাককলাম তখন জেনেছেন যখন স্টেডিয়ামের লাউডস্পিকারে তা বলা হয়েছে ও বিগ স্ক্রিনে দেখানো হয়েছে।

এ বিষয়ে ম্যাককলাম বলেছেন, আমি প্রতিটি বল ছয় ও চারের জন্য খেলছিলাম। রেকর্ডের বিষয়টি আমার জানা ছিল না। এর আগে যারা রেকর্ড গড়েছিলেন তাদের প্রতি সম্মান জানাই। ম্যাচটি জিততে পারলে ভাল লাগবে।

২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে