শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১২:০৮

মার কাটকাট ব্যাটিংয়ে সবাইকে টপকে নতুন কীর্তি গড়লেন ওমর আকমল

মার কাটকাট ব্যাটিংয়ে সবাইকে টপকে নতুন কীর্তি গড়লেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সুপার লিগে অসাধারণ খেলেছিলেন তামিম ইকবাল। সর্বোচ্চ রান ছিল তামিমের। কিন্তু পাকিস্তানের সুপার লিগের নতুন নায়ক এখন ওমর আকমল।

মার কাটকাট ব্যাটিংয়ে এই আসরে অংশ নেয়া সবাইকে টপকে গেলেন পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ওমর আকমল।

রবি বোপারা ও তামিম ইকবালের রানকে টপকে গেছেন ওমর আকমল। পাকিস্তানের সুপার লিগে রান সংগ্রহের দিক থেকে সবার উপরে এখন তিনি।

৭ ম্যাচে ৩৩৫ রান করেছেন ওমর আকমল। তার ব্যাটিং গড় প্রায় ৮৪। পাকিস্তানের সুপার লিগে এ রিপোর্ট মোতাবেক ব্যক্তিগত বড় ইনিংসটির মালিকও ওমর আকমল।

এক ম্যাচে ওমর আকমল করেছিলেন ৯৩ রান। এটাই এখন পযন্ত এবারের পিএসএলে ব্যক্তিগত কোনো বড় রানের স্কোর।

এখানে সবচেয়ে বেশি ছক্কাও মেরেছেন ওমর আকমল। তিনি ১৭ টি ছক্কা মেরেছেন। অন্যদিকে সর্বোচ্চ চারও ওমরের দখলে। ২৭ টির চারের মার হাঁকিয়েছেন তিনি।

আহমদ শেহজাদও আবশ্য ২৭টি চার মেরেছেন এই টুর্ণামেন্টে। শেহজাদ এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৫ম সর্বোচ্চ রান সংগ্রহকারী।   

এক সময়ে সর্বোচ্চ রানের তালিকায় থাকা তামিমের রান ৩ নম্বরে রয়েছে ( ২৬৭)। রবি বোপারার রান দ্বিতীয় (২৯২)।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে