স্পোর্টস ডেস্ক: আসরে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান। এতে তারা লড়াই শেষে জয় পেল এশিয়া কাপে এবার অভিষিক্ত দল ওমানের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও চ্যালেঞ্জের মুখে পড়ে ফেভারিট আফগানিস্তান। এশিয়া কাপের বাছাইপর্বে আফগানিস্তানকে ১৬৬ রানেটার্গেট দেয় ওমান। জবাবে ৩ বল হাতে রেখে টার্গেট পার করে আফগানরা।
শনিবার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে আফগানদের বিপক্ষে ব্যাট হাতে ১০.৩ ওভার শেষে ওমানের সংগ্রহ পৌঁছে বিনা উইকেটে ৭২ রানে। ওপেনার জিশান মাকসুদ ৫২ ও ওয়ানডাউন ব্যাটসম্যান আদনান ইলিয়াস করেন ৫৪ রান। তবে আসরে নিজেদের প্রথম ম্যাচে আগের দিন হংকংয়ের বিপক্ষে ৫ রানে জয় কুড়ায় ওমান।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস