রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪১:৫৬

ভাষা শহীদদের প্রতি সাকিবের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

ভাষা শহীদদের প্রতি সাকিবের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

স্পোর্টস ডেস্ক: একুশে ফেব্রুয়ারি দিনটি বাংলা ভাষা ভাষী মানুষদের জন্য  একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে মিছিল বের করলে তাদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী।তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আপলোড করেন সাকিব আর তাতে ক্যাপশন দেন ‘১৯৫২ সালের ভাষা শহীদের জানাই অসীম শ্রদ্ধা।’

সাকিব শুধু বাংলাদেশই নয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার কারণে সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। সাকিবের ফেসবুক পেজে প্রায় ৭৬ লক্ষ অনুসারী রয়েছেন। তার প্রায় এক তৃতীয়াংশ বিদেশি অনুসারী। তাই তাদের জন্য ক্যাপশনটি ইংরেজিতেও লিখে দেন সাকিব। লিখেন ‘In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952.’

২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে